fbpx
হোম অন্যান্য আজ থেকে ঢাকার ২ এলাকা ও ৫০ জেলা রেড জোনের আওতায়
আজ থেকে ঢাকার ২ এলাকা ও ৫০ জেলা রেড জোনের আওতায়

আজ থেকে ঢাকার ২ এলাকা ও ৫০ জেলা রেড জোনের আওতায়

0

আজ থেকে দেশে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় নিয়ে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে বিভিন্ন পদক্ষেপ।

এদিকে সংক্রমণ ঠেকাতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে দুটি এলাকা রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী লকডাউন করার কথা রয়েছে।

তবে, রাজাবাজার এলাকার বাসিন্দারা লকডাউন নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তারা বলেন, যারা প্রতিদিন কাজের সন্ধানে বের হয় তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। এটি তাদের কাছে মরার উপর খাড়ার ঘা এর সমান।

এলাকাবাসীরা আরও জানান, লকডাউন করলে তাদের রুজির পথ বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এতে করে নিম্ন ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। এজন্য রাজাবাজার কাউন্সিলরের কাছে সাহায্যের অনুরোধও জানান এলাকাবাসী। এইরকম শঙ্কা প্রকাশ করেছেন ওয়ারী এলাকার বাসিন্দারাও।

 

এছাড়াও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার (৬ জুন) সর্বশেষ আপডেট করা তালিকায় বরিশাল বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরকে। এই বিভাগে আংশিক লকডাউন ভোলা ও ঝালকাঠি।

চট্টগ্রাম বিভাগে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালীকে। এই বিভাগে আংশিক লকডাউন বান্দরবান, চট্টগ্রাম ও রাঙ্গামাটি।

ঢাকা বিভাগের মধ্যে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইলকে। এই বিভাগে শুধু ঢাকা ও ফরিদপুর আংশিক লকডাউন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *