fbpx
হোম জাতীয় প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন চার মন্ত্রী
প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন চার মন্ত্রী

প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন চার মন্ত্রী

0

বয়স্ক ও ফ্রন্টলাইনারদের দিয়ে দেশে শুরু হলো করোনার টিকার বুস্টার ডোজ। শুরুর দিন এই ডোজ নিয়েছেন সরকারের চার মন্ত্রী।

তারা হলেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

প্রথম ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল।

এরপর চার মন্ত্রীকে বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুস্টার ডোজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। অন্য ডোজ যারা নিয়েছেন তাদেরও ফাইজার দেওয়া হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *