fbpx
হোম আন্তর্জাতিক পুতিন আমাদের ব্ল্যাকমেইল করতে পারবেন না :বরিস
পুতিন আমাদের ব্ল্যাকমেইল করতে পারবেন না :বরিস

পুতিন আমাদের ব্ল্যাকমেইল করতে পারবেন না :বরিস

0

ব্রিটেনের ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন বরিস জনসন। শুরুতেই সকালবেলা উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন।

বরিস বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি সংকট দিয়ে ব্রিটেনের জনগণকে ব্ল্যাকমেইল বা শাসাতে পারবেন না। তিনি ভাবতে ভাবতে পুরোপুরি বিভ্রান্ত যে তিনি পারবেন। বরিস আরও বলেন, টোরি সরকার জনগণকে এই সংকট কাটিয়ে উঠাবে।

এ সময় তিনি তার সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার রাস্তাঘাট নিরাপদ করেছে, রাস্তায় আরো পুলিশ মোতায়েন করেছে। হাসপাতালের জন্য নতুন নতুন ভবন তৈরি এবং হাজার হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

বরিস জনসন বলেন, শিক্ষার জন্য রেকর্ড ফান্ডের ব্যবস্থা করা হয়েছে এবং তিনটি নতুন স্পিডের রেলওয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বরিস বলেন, আমরা পুরো এক এবং সমগ্র যুক্তরাজ্য।

তিনি এসময় তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানান।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বরিস ১০ নং ডাউনিং স্ট্রিট ত্যাগ করে রানির সঙ্গে বালমোরালে দেখা করার উদ্দেশে রওনা দিয়েছেন। দেশটির স্থানীয় সময় ১১ টায় তিনি রানির সঙ্গে দেখা করবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানেই তিনি রানি এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *