fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

0

পাকিস্তানের ক্রিকেটে চলছে পালাবদল। রমিজ রাজাকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন নাজম শেঠি। এরপরই পুরনো নির্বাচক প্যানেল ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নতুন প্যানেল গঠন করা হয়েছে।

যাতে প্রধান নির্বাচক হিসেবে আছেন সাবেক অধিনায়ক তথা অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। তার সঙ্গে নির্বাচক প্যানেলে আরও আছেন আব্দুর রাজ্জাক এবং রাও ইফতেখার আনজুম।

প্রধান নির্বাচক হিসেবে আফ্রিদিই সেরা পছন্দ ছিল বলে জানান পিসিবি প্রধান নাজাম শেঠি। তিনি বলেছেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার। সে তার পুরো ক্যারিয়ারে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। তার অন্তত ২০ বছরের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটেই সে সফল। আফ্রিদি সবসময় তরুণ প্রতিভাদের সমর্থন করে। সুতরাং আমরা মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা এবং চ্যালেঞ্জগুলো বোঝার জন্য তার চেয়ে ভালো আর কেউ নেই। ‘

আফ্রিদিকে স্বাগত জানিয়ে নাজাম শেঠি আরও বলেছেন, ‘আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে স্বাগত জানাই। কোনো সন্দেহ নেই যে, সময় কম হলেও তারা কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত নেবে। যার মাধ্যমে নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা একটা শক্তিশালী দল পাব।’ এদিকে নাজাম শেঠিকে ধন্যবাদ দিয়ে আফ্রিদি বলেন, ‘পিসিবি ম্যানেজমেন্ট কমিটি এই দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখব না।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *