fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত

0

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির পর এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জাফর মির্জা নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করে লিখেছেন– আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। আমার দেহে করোনার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন।

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান জাফর মির্জা। এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির করোনা শনাক্তের খবর প্রকাশিত হয়। তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের। সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় আড়াই হাজার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *