fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা পরিবারের সাথে অভিমানের পর শ্রমিক লীগ নেতার আত্মহত্যা
পরিবারের সাথে অভিমানের পর শ্রমিক লীগ নেতার আত্মহত্যা

পরিবারের সাথে অভিমানের পর শ্রমিক লীগ নেতার আত্মহত্যা

0

পটুয়াখালী থানা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন টিটু (৪২) পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে ।

জানা যায়, সদর থানার এসআই সুজন দে সঙ্গীয় পুলিশ নিয়ে বাসার দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। পরে পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত টিটুর জান্নাতুল নামে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। টিটু মানসিকভাবে বিব্রত ছিল বলে পরিবার জানায়।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তা‌ফিজ জানান, শুক্রবার দুপুরে তরুণ নামে টিটুর এক স্নেহভাজন পৌর শহরের কবরস্থান সড়কস্থ ভাড়াটিয়া বাসায় যায়। এসময় ভিতর থেকে বাসার দরজা আটকানো দেখে একাধিকার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ এ কল করে পু‌রো ঘটনা জানায় ওই তরুণ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, আত্মহত্যার ঘটনার মুল কারণ জানা যায়নি এখনো। ঘটনা তদন্তে পুলিশ কাজ করবে। তবে পরিবার সূত্রে জানা যায়, জসিম উদ্দিন পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *