fbpx
হোম রাজনীতি ধামরাই সাবেক এমপি ও তার স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা
ধামরাই সাবেক এমপি ও তার স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা

ধামরাই সাবেক এমপি ও তার স্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা

0

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এম এ মালেক এবং তাঁর স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীনা মালেককে ধামরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় তাদের দু’জনকে দল থেকে বহিষ্কারের দাবি জানায় উপজেলা আওয়ামী লীগ। গতকাল বিকেলে ধামরাই মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ সভায় এ দাবি জানানো হয়। এ সময় বক্তারা এম এ মালেকের বিরুদ্ধে এমপি থাকাকালে দলের নেতাকর্মীদের হয়রানি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন। এম এ মালেক এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খানের সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম রতন, মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র গোলাম কবির, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা শফিক আনোয়ার গুলশান, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, কাউন্সিলর সাহেব আলী, কাউন্সিলর শহিদুল্লাহ, বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলীসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দগণ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *