fbpx
হোম বিনোদন নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন সবার অন্তরে
নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন সবার অন্তরে

নায়করাজ রাজ্জাক বেঁচে থাকবেন সবার অন্তরে

0

কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৯তম জন্মদিন আজ । ১৯৪২ সালের এই দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি । চলচ্চিত্রে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিলেন বলে তিনি ‘নায়করাজ’ উপাধি পেয়েছেন । তার পুরো নাম আব্দুর রাজ্জাক ।

‘রতন লাল বাঙালি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রাজ্জাকের । ১৯৬৪ সালে ঢাকায় চলে আসেন তিনি । এরপর ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার ।

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই গুনী অভিনেতা । শিল্প-সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নায়করাজ ২০১৫ সালে স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত হন । ২০১৪ সালে ‘কার্তুজ’ চলচ্চিত্রে রাজ্জাককে শেষবার দেখা যায় । নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয় জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে । এতে তার নায়িকা ছিলেন সুচন্দা । তারপর থেকে একাধারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণ দাপিয়ে বেড়িয়েছেন এই কিংবদন্তি ।

১৯৬২ সালে খায়রুন নেসার সঙ্গে (লক্ষ্মী) বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি । এই দম্পতির ঘরে জন্ম নেন রেজাউল করিম (বাপ্পারাজ), খালিদ হোসেইন (সম্রাট), নাসরিন পাশা শম্পা, রওশন হোসেন বাপ্পি, আফরিন আলম ময়না । ২০১৭ সালের ২১ আগস্ট সবাইকে কাঁদিয়ে মহানায়ক পৃথিবী থেকে বিদায় নেন । ‘আগুন নিয়ে খেলা’, ‘নীল আকাশের নীচে’, ‘জীবন থেকে নেয়া’, ‘ওরা ১১ জন’, ‘আলোর মিছিল’, ‘ছুটির ঘণ্টা’সহ মোট ৩০০টির বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *