fbpx
হোম অন্যান্য জালে ধরা পড়ল ৮ মণ ওজনের ‘পানপাতা’ মাছ !
জালে ধরা পড়ল ৮ মণ ওজনের ‘পানপাতা’ মাছ !

জালে ধরা পড়ল ৮ মণ ওজনের ‘পানপাতা’ মাছ !

0

ভৈরবের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ল ৮ মণ ওজনের ‘পানপাতা’ মাছ । ভৈরবের জেলে কাজল মিয়া আর গনি মিয়ার জালে ধরা পড়া ওই মাছ ।

মঙ্গলবার রাতে ভৈরবের আড়তে ৪৫ হাজার টাকায় বিক্রি হয় সেই মাছ । ভৈরবের জেলে কাজল মিয়া আর গনি মিয়া জানান, মঙ্গলবার সকালে মাছ শিকারে মেঘনা নদীতে নৌকা নিয়ে বের হই । দুপুর পর্যন্ত কোনো বড় মাছ জালে ধরা পড়েনি । বিকেলে আশুগঞ্জের কাছে নদীতে জাল ফেললে টানার সময় জোর লাগছিল । পরে জাল তুলে দেখি পানপাতা মাছ । তারপর অনেক কষ্টে মাছটি নৌকায় তোলা হয়; তখন খুশি লাগছিল ।

এরপর সন্ধ্যায় মাছটি আশুগঞ্জ বাজারে নেওয়া হলে সেখানে ক্রেতা ছিল না মাছটি কেনার । পরে মাছটি রাতে ভৈরবের নৈশ মাছ আড়তে নিয়ে নেওয়া হয় । ওজনে ৮ মণ হয় । মাছ দেখে মানুষের ভিড় জমে যায় । তারপর বাজারের ক্রেতা পারভেজ মাছটি ৪৫ হাজার টাকা দামে কিনে নেন ।

বিক্রেতা পারভেজ মিয়া জানান, এত বড় মাছের ক্রেতা নেই । মাছটি কেটে টুকরো করে ৩০০ টাকা কেজিতে বিক্রি করেছি । এতে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *