fbpx
হোম আন্তর্জাতিক নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবে মোদীর সঙ্গে কথা: মমতা
নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবে মোদীর সঙ্গে কথা: মমতা

নাগরিকত্ব আইন প্রত্যাহার করলে তবে মোদীর সঙ্গে কথা: মমতা

0

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করলে তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতায় এনআরসিবিরোধী অবস্থান মঞ্চে এমনটাই বললেন তিনি।

মমতা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আলোচনা চান, আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করুক। গণতন্ত্রে কথা হতেই পারে। কিন্তু আগে সিএএ-এনআরসি প্রত্যাহার করতে হবে। তবে কথা হতে পারবে। আগে আইন তৈরি হয়ে যাবে, তারপর বলবেন আলোচনা করব, সেটা হতে পারে না। আগে এই আইন প্রত্যাহার করতে হবে, তারপর আমি আলোচনায় বসতে রাজি।

মমতা আরো বলেন, হিন্দুধর্ম সর্বজনীন, বিশ্বজনীন। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, বি আর আম্বেদকর– সবাই সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন। আমরা ঘৃণার রাজনীতি মানি না, হিংসা-বিদ্বেষ মানি না। এটা মূল্যবোধের বিষয়।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *