fbpx
হোম আন্তর্জাতিক কিউবা ও জ্যামাইকা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
কিউবা ও জ্যামাইকা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কিউবা ও জ্যামাইকা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0
কিউবা ও জ্যামাইকা ক্যারিবিয়ান অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার আঘাত হানা এ ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এতে অনেক এলাকায় রাস্তা-ঘাটে গর্ত তৈরি হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে বেশ কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল লুসিয়া থেকে ৭২ মাইল উত্তর-পশ্চিমে এবং কিউবার নিকুয়েরা থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৬ দশমিক ২ মাইল।

জ্যামাইকা এবং কিউবার বিভিন্ন স্কুল ও ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে। মিয়ামি থেকেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প থেকে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর কয়েক দফা পরাঘাত (আফটারশক) অনুভূত হবে বলে সতর্ক করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *