fbpx
হোম আন্তর্জাতিক নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র ডাকাতের হামলা
নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র ডাকাতের হামলা

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র ডাকাতের হামলা

0

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র ডাকাতের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয়দের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

আমিনুল মুস্তাফা নামে একজন রয়টার্সকে বলেন, অস্ত্র হাতে লোকগুলো মোটরসাইকেলে এসেছিল। তারা সোজা মসজিদের দিকে এগোতে এগোতে বিক্ষিপ্তভাবে গুলি করতে শুরু করে।

বাসিন্দারা জানান, আগস্ট মাসে তারা ডাকাতদের ২১ হাজার ডলার, পেট্রল ও সিগারেট দিয়েছিলেন, যাতে ডাকাতরা আর অত্যাচার না করে।

গত সপ্তাহে জামফারা ও অন্যান্য দুটি রাজ্যের বাসিন্দাদের বনদস্যু ও সন্ত্রাসীদের লক্ষ্য করে বোমা হামলা ও অভিযান চালানোর আগে বনাঞ্চল ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল সরকারি বাহিনী।

তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

স্থানীয়ভাবে ডাকাত বলে পরিচিত এই সন্ত্রাসী দলটি গত দুই বছর ধরে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা এ সময় কয়েক হাজার মানুষকে অপহরণ করেছে। খুন করেছে শতাধিক মানুষকে। এছাড়া কিছু এলাকায় চলাচলের নিরাপত্তা কেড়ে নিয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *