fbpx
হোম আন্তর্জাতিক দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন
দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন

দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন

0

এনডিএ মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রথম কোনো আদিবাসী নেতা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেলেন তিনি। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে তৃতীয় রাউন্ড গণনার পর হারিয়ে দেন মুর্মু। আগামী ২৫ জুলাই শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট।

তিন রাউন্ড গণনার পর দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৬৪ দশমিক ০৩ শতাংশ পেয়েছেন। যশবন্ত সিনহা ৩৫ দশমিক ৯৭ শতাংশ পেয়েছেন। মুর্মু স্বাধীনতার পর জন্মগ্রহণকারী প্রথম প্রেসিডেন্ট এবং শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে সর্বকনিষ্ঠ। এছাড়া তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট।

১০ ঘণ্টারও বেশি সময় ধরে গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পরে রিটার্নিং অফিসার পি সি মোদি মুর্মুকে বিজয়ী ঘোষণা করেন। তিনি সিনহার তিন লাখ ৮০ হাজার ১৭৭ ভোটের বিপরীতে ৬ লাখ ৭৬ হাজার ৮০৩ ভোট পেয়েছেন।

যোগাযোগ করুন 01618641084

দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাতে তার বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন, ভারতে ইতিহাস রচিত হয়েছে। এমন এক সময়ে যখন ১ দশমিক ৩ বিলিয়ন ভারতীয় আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের একজন ভারতের কন্যা, আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্বের জন্য শ্রীমতি দ্রৌপদী মুর্মু জিকে অভিনন্দন।

তৃতীয় রাউন্ডের গণনার পর যশবন্ত সিনহা পরাজয় স্বীকার করে নেন এবং দ্রৌপদী মুর্মুকে তার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

যশবন্ত সিনহা টুইটারে লেখেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। তিনি প্রজাতন্ত্রের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন বলে আশা করে ভারত। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *