fbpx
হোম অন্যান্য দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ছাত্র পরিষদের বিক্ষোভ
দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ছাত্র পরিষদের বিক্ষোভ

দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ ছাত্র পরিষদের বিক্ষোভ

0

পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবিতে রোববার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্রগ্রাম।

উক্ত সমাবেশ থেকে বক্তারা ৫ টি দাবি বেধে দেয়। দাবি গুলো হল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, খোলা বাজারে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বিক্রয়ের পরিধি সম্প্রসারণ করা, কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিপূর্বক আমদানী নির্ভরশীলতা কমিয়ে আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করা, বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতায় বাণিজ্য মন্ত্রীর দায় স্বীকার করে পদত্যাগ করা।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল, তারা বলেছিল ১০ টাকায় চাল দিবে। কিন্ত ১০ টাকার চাল তো দূরের কথা, ৩০০ টাকার পেঁয়াজ খেতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলছে পেঁয়াজ ছাড়া রান্না করতে, আমরাও বলি ভোট ছাড়া যদি প্রধানমন্ত্রী হওয়া যায় তাহলে পেয়াজ ছাড়া রান্নাও করা যাবে।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আকাশ, এরশাদ উদ্দীন, মুনতাসির মাহমুদ, তৌহিদুল ইসলাম, আরিফুল হক তায়েফ,আব্দুল কাইয়ুম,বিপ্লব চৌধুরী, শোয়াইব করিম, নাসির উদ্দিন ও আমির জুয়েল প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *