fbpx
হোম জাতীয় দেশে আরও তীব্র হচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ৪,০০৮
দেশে আরও তীব্র হচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ৪,০০৮

দেশে আরও তীব্র হচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ৪,০০৮

0

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রায় লাখের কাছাকাছি আক্রান্তের সংখ্যা। মৃত্যু সংখ্যাও হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৩০৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৪ হাজার ০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়েছে।

আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *