fbpx
হোম অন্যান্য দাবি না মানলে আত্মাহুতির ঘোষণা
দাবি না মানলে আত্মাহুতির ঘোষণা

দাবি না মানলে আত্মাহুতির ঘোষণা

0

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা।

শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে । পরিবার-পরিজন নিয়ে অনশনস্থলে অবস্থান, শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলনসহ শ্রমিকদের স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তারা।

সংগঠনের আহবায়ক আ. হামিদ সরদার বলেন, অভাব-অনটনে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। ন্যায্য অধিকার না পেয়ে হতাশায় তাদের মানসিক অবস্থার অবনতি হচ্ছে। আর মজুরি কমিশন বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে সরকার। সকল ক্ষেত্রে মজুরি কমিশন বাস্তবায়ন হলেও পাটকলে তা হয়নি। পাটখাতকে ধংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, দাবি না মানলে দুয়েক দিনের মধ্যে পরিবার-পরিজন নিয়ে শ্রমিকেরা রাজপথে অনশন করার প্রস্তুতি নিয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত আন্দোলন করা হবে। তারপরও দাবি না মানলে স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে। অনশনে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *