fbpx
হোম জাতীয় ‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে…’
‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে…’

‘দাঁতভাঙা জবাব দেওয়া হবে…’

0

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান এবং পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আলকাছ মামুন বলেছেন, পার্বত্য নাগরিক পরিষদের গতিশীল কার্যক্রম দেখে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে নেমেছে। আমি ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম না। শুধু মাত্র পার্বত্য চট্টগ্রামের নির্যাতিত এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এবং পরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামের দুটি নির্দলীয় সংগঠন প্রতিষ্ঠা করে অধিকার আদায়ের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছি। আমার এসব কাজ জনগণের কাছে প্রশংসিত হওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধ না করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

প্রকৌশলী আলকাছ মামুন এসব অপপ্রচার বন্ধ না করলে পার্বত্য বাঙালিসহ পাহাড়ের সর্বস্তরের জনগণ কে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেন। গতকাল রাজধানীর একটি হোটেলে জনাকীর্ণ সংবাদ সন্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আহমেদ রাজু, সংগঠনিক সম্পাদক মোঃআবদুল হামিদ রানা, তৌহিদুল ইসলাম, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনহাজ তকি, তিতুমীর কলেজের ছাত্র মো: ইব্রাহিম খলিল ।

Like
Like Love Haha Wow Sad Angry
16

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *