fbpx
হোম বিনোদন চলমান বিচারহীন সময়কে ধারণ করে শিমুল পারভেজের ‘বিচার’
চলমান বিচারহীন সময়কে ধারণ করে শিমুল পারভেজের ‘বিচার’

চলমান বিচারহীন সময়কে ধারণ করে শিমুল পারভেজের ‘বিচার’

0

বিচার পায়নি বিশ্বজিৎ/পায়নি আজও তনু/বিচার পায়নি সাগর রুনি/বিচার পায়নি ফেলানী… ‘বিচার’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ ।

দেশে চলমান ধর্ষণ,শিশু হত্যাকান্ডের বিরুদ্ধে জীবনমুখী প্রতিবাদী গান এটি। সম্প্রতি শিল্পীর ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটির একটি ভিডিও। ভিটিওটিতে মডেল হয়েছে শিমুল পারভেজ নিজেই।

গান প্রসঙ্গে শিমুল পারভেজ বলেন, বর্তমানে আমরা কঠিন ও ভয়াবহ সময় পার করছি । দেশে প্রতিদিন ৮ থেকে ১০টির ধর্ষণ ও ৩ থেকে ৫ টির মত খুন হত্যাকান্ডের ঘটনা ঘটছে । বিশেষ করে কোমলমতি শিশুরা এই ধর্ষণ ও নির্মম হত্যাকান্ডের শিকার হচ্ছে । প্রতিদিন এ ধরনের সংবাদ দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। তাই প্রতিবাদের পথ হিসেবে গানকেই বেছে নিলাম।

গানটির মিউজিক করেছেন এস কে সামির। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শিমুল পারভেজ ।
দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত তিনি । পেশায় একটি ইংরেজি জাতীয় দৈনিকের রিপোর্টার । এছাড়া নিয়মিতই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একাধিক গণমাধ্যমে লেখালেখিও করেন পারভেজ। তার লেখা প্রথম কাব্য ‘মা ও মাতৃভূমি’ বইমেলায় বেশ প্রশংসা পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর করা শিমুল মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সংগঠন অ্যাভেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গানটির ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=XIIf7vUmN2w&feature=youtu.be

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *