fbpx
হোম অন্যান্য ‘তেজ’ হারাচ্ছে সূর্য, ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ !
‘তেজ’ হারাচ্ছে সূর্য, ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ !

‘তেজ’ হারাচ্ছে সূর্য, ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ !

0

২০২০ সালে অস্তাচলে যাবে সূর্য। পৃথিবী থেকে মুছে যেতে আরম্ভ করবে প্রাণের রেশ। এমনটাই আশঙ্কা বৈজ্ঞানিকদের। নয়া এক গবেষণা বলছে, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে সোলার সাইকেল সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে।

ডেইলি মেল সূত্রে এই খবরে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, ১৬৪৬ থেকে ১৭১৫ সালের মধ্যেও একবার এমনটাই ঘটেছিল। যার জেরে লন্ডনের টেমস নদী গোটাটাই বরফে পরিণত হতে পারে।

বৈজ্ঞানিকদের আশঙ্কা, একটু একটু করে ‘তেজ’ হারাচ্ছে সূর্য। যার জেরেই ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে ফিরে আসবে তুষারযুগ।

ব্রিটিশ বৈজ্ঞানিকদের আশঙ্কা, যে হারে ‘তেজ’ বা ‘শক্তি’ হারাচ্ছে সূর্য, তাতে ২০৩০ সালের মধ্যেই ৬০ শতাংশ উত্তাপ হারিয়ে ফেলবে। যার ফলে আগামী ১৫ বছরের মধ্যে এই বিশ্বে ফের তুষার যুগ ফিরে আসতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।

সূর্যের উপর এই সর্বশেষ গবেষণাটি সেরেছেন নর্থ কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ভ্যালেন্টিনা ও তাঁর দল। ১৯৭৬ থেকে ২০০৮ পর্যন্ত সোলার অ্যাক্টিভিটি সাইকেল বিশ্লেষন করেই এমনটা আশঙ্কা তাদের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *