fbpx
হোম জাতীয় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

0

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সোমবার সকাল ৯টায়  তাপমাত্রা  রেকর্ড করা হয়  ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রবিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ সকাল ১০টায় আবহাওয়াবিদ রাশেদুজ্জামান এ তথ্য জানান।

এর আগে সকালে আবহাওয়াবিদ নাজমুল হক জানান, সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এতে শীতের প্রকোপ কিছুটা কমেছে। সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সেখানে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। এছাড়া রাজধানীতে একই সময়ে ১২ দশমিক ৭ ডিগ্রি ছিল। আজ ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি আরও বলেন, দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাজশাহী ও রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এছাড়া খুলনা, কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *