fbpx
হোম রাজনীতি যে কারণে মনোনয়ন পেলেন না সাঈদ খোকন
যে কারণে মনোনয়ন পেলেন না সাঈদ খোকন

যে কারণে মনোনয়ন পেলেন না সাঈদ খোকন

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র সাঈদ খোকনের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার অনেক কারণ দেখছেন দলের একাধিক নেতারা । বলছেন, বিতর্কিত কর্মকাণ্ড ও বেফাঁস মন্তব্যের কারণে গত সাড়ে চার বছর সাঈদ খোকনকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে।

সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর তাঁর বেফাঁস মন্তব্যে রাজধানীর মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এসব কারণে এবার সাঈদ খোকনকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি বলে মনে করেন অনেকে ।

গতকাল রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনীত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ‘যাঁরা মনোনয়ন বোর্ডে ছিলেন, তাঁরা প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। গ্রহণযোগ্যতার দিকটি বিবেচনায় নিয়েছেন। সবার সম্মতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন।’

এর আগে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যারা বিতর্কিত তাদের মনোনয়ন দেওয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যারা, যাদের অপকর্মের রেকর্ড নেই—এ ধরনের প্রার্থীদের আমরা মনোনয়ন দেব।’

দলের সাধারণ সম্পাদকের এমন ঘোষণার পর মেয়র খোকনের মনোনয়ন নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। এরপর দলীয় মেয়র পদে প্রার্থী ও কাউন্সিলরদের সমর্থন চূড়ান্ত করতে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে মতামত দেন।

বৈঠকে দলীয় মনোনয়নপত্র জমাদানকারী আগ্রহী মেয়র প্রার্থীদের ডাকা হয়। তবে দক্ষিণের মেয়র সাঈদ খোকন দলীয় মনোনয়ন ফরম জমা দিলেও নির্ধারিত সময়ে গণভবনে যাননি। পরে ফোন করে তাঁকে ডেকে আনা হয়। সেখান থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সাঈদ খোকন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সদস্য গতকাল বলেন, মনোনয়ন বোর্ডের সভায় একজন সদস্যও সাঈদ খোকনকে সমর্থন করেননি। সবাই তাঁর বিরোধিতা করে বিতর্কিত কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। তাঁরা বলেন, সাড়ে চার বছর মেয়র থাকাকালে নগর ভবনে আত্মীয়-স্বজনদের দ্বারা পরিবেষ্টিত সাঈদ খোকন ডিএসসিসির সব উন্নয়নমূলক কাজ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন। দক্ষিণের অধিকাংশ কাউন্সিলরই অনেক আগেই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই নেতা জানান, মনোনয়ন বোর্ডে উপস্থাপিত বিভিন্ন সংস্থার রিপোর্টে বিষয়গুলো উঠে আসে।

জানা গেছে, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে গত ২৫ জুলাই এক অনুষ্ঠানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাকে ‘গুজব’ বলে মন্তব্য করেন মেয়র খোকন। এ বিষয়টিও মনোনয়ন বোর্ডের সভায় এক সদস্য তুলে ধরেন। ওই অনুষ্ঠানে সাঈদ খোকন বলেছিলেন, ‘মশা নিয়ে রাজনীতি কাম্য নয়। সাড়ে তিন লাখ আক্রান্তের যে তথ্য এসেছে সেটি কাল্পনিক তথ্য। এটা সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক। ছেলেধরা, সাড়ে তিন লাখ ডেঙ্গুতে আক্রান্ত একই সূত্রে গাঁথা।’ মেয়র সাঈদ খোকনের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলের ভেতরে সমালোচনার ঝড় ওঠে। এর আগে সড়কের পাশে ছোট ডাস্টবিন বসানোর প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হন তিনি। এ নিয়েও সমালোচিত হন সাঈদ খোকন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *