fbpx
হোম বিনোদন তারকাদের এগিয়ে আসার আহ্বান জানালেন হিরো আলম
তারকাদের এগিয়ে আসার আহ্বান জানালেন হিরো আলম

তারকাদের এগিয়ে আসার আহ্বান জানালেন হিরো আলম

0

সারা বিশ্বে এখন ভয়ানক ভাইরাস করোনার  ছড়াছড়ি । বিশ্বের প্রত্যেকটি  দেশ এখন এই ভাইরাস আতঙ্কে জর্জরিত । যে আতঙ্ক এখন বাংলাদেশেও ছড়িয়েছে । মারা গেছেন ৬ জন , আক্রান্ত ৫৬ জন ।

ফলে অসহায় সাধারণ মানুষেরা এই ভাইরাস আতঙ্কে সরকারের দেয়া ঘরবন্দী জীবন কাটানোর নির্দেশনায় ক্ষুধার তাড়নায় অনেকেই চলে আসেন বাইরে । যদিও এই ভাইরাস থেকে বাঁচতে ঘরে থাকা ছাড়া কোনো বিকল্প নেই ।

এজন্য সাধারণ মানুষের পাশে অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । তার মধ্যে অন্যমত সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলম । সম্প্রতি তিনি  তার জন্মস্থান বগুড়ায় গিয়ে সাধারণ মানুষের পাঁশে দাঁড়ানোর কারণে এটিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । যা এর আগে কারও ত্রাণ দেয়ার ছবি বা ভিডিও ভাইরাল হয়নি কিংবা কারও উল্লেখযোগ্য সহযোগীতার খবরও পাওয়া যায়নি ।

চেঞ্জ টিভি’র সঙ্গে মুঠোফোনে হিরো আলম জানান , তিনি নিজের টাকায় ৫০০ পরিবারকে খাবার দিয়ে সহযোগীতা করেছেন । বলেন, এই করোনা ভাইরাসের কারণে অসহায়েরা যাতে ঘরে থাকতে পারে এবং তাদের খাবারের সন্ধানে যাতে বাইরে বের হতে না হয় সেজন্য এই ত্রাণ দিয়েছি । এছাড়াও আমি শিশুদেরকেও সতর্ক করছি । কারণ তারা খেলার জন্য বাইরে বের হয় ।

চলচ্চিত্র শিল্পীদের সাধারণদের সহযোগীতা করার বিষয়ে হিরো আলম বলেন, মানুষের পাশে তাদের আগে থাকা প্রয়োজন। আমি চাই তারাও সবাই এগিয়ে আসুক । কেনোনা আমরা আজকে তাদের জন্য হিরো হতে পেরেছি । সাক্ষাতকার লিংক… https://www.youtube.com/watch?v=-iQ4cIOhQMg&t=143s

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *