fbpx
হোম জাতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা

0

করোনা ভাইরাসের প্রভাবে বাংলােদেশের সার্বিক অবস্থা খুব একটা ভালো নয় । দেশের মানুষের সচেতনতাই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় । এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে ভাইরাসের বিষয় মানুষকে সচেতন করার ক্ষেত্রে অনেক আন্তরিকভাবে সকল কাজের তদারকি করে যাচ্ছেন ।

প্রথম দফায় মানুষকে ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকে তা মানছেন না । যার কারণে নতুন করে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে মাঠে কাজ করার পাশাপাশি সারাদেশে সকল স্থানে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন । বিশেষ করে মানুষের মধ্যে করোনা আতঙ্ক কাটাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্দেশিত সচেতনতামুলক পরামর্শ অবশ্যই পালনের তাগিদ দিয়েছেন ।

অন্যদিকে দেশের সকল উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে দু’জনের করোনার নমুনা পরীক্ষারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে প্রকৃত পরিস্থিতি জানতে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত ২ জন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করতে হবে। দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ এবং ঝুঁকি এড়াতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন বলেও অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

এছাড়াও ঢাকায় ৬ টি ও ঢাকার বাইরে ৪ টি পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মিত করোনা শনাক্ত পরীক্ষার ব্যবস্থারও নির্দেশনা দিয়েছেন তিনি। সেই লক্ষে এখন পর্যন্ত চিকিৎসা কর্মীদের জন্য সাড়ে ৩ লাখের বেশি সুরক্ষা পোশাক বিতরণ করা হয়েছে। মজুদ আছে আরও ৫৬ হাজার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *