fbpx
হোম জাতীয় ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি
ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

ঢাকা সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

0

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দলকে জেতানোর জন্য নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তবে এ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সোমবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

নির্বাচন কমিশন রোববার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি হঠাৎ করে, তড়িঘড়ি করে ঘোষণা করা হলো। আমরা আবার আশঙ্কা করছি, তারা সরকারি দলকে জেতানোর জন্যই এই ধরনের তাড়াহুড়া করে একটা তফসিল ঘোষণা করেছে।’

এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশ নেবে বিএনপি। সেই ধারাবাহিকতায় ঢাকার দুই সিটি নির্বাচনেও তারা অংশ নিচ্ছে।

ঢাকার দুই সিটির নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। এর বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, ‘এটা অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই- ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ভোটের ফলাফলকে কারচুপি করার, নিয়ন্ত্রণ করার। সে জন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।’

বিএনপি মহাসচিব জানান, নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণের সিটি করপোরেশনের মেয়র পদে যারা দলের আগ্রহীদের জন্য ২৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বিক্রি করা হবে। ২৭ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। ২৮ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তাঁর বিচার ও জামিনের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রদানের জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *