fbpx
হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আটক
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আটক

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আটক

0

ভারতের জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে আটক করেছে দেশটির পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।  

এনডিটিভি জানায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) ‘পাবলিক সেফটি অ্যাক্ট’ আইনের আওতায় অভিযুক্ত করা হয়েছে ফারুক আবদুল্লাহকে। এই আইনে আটক ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আটকে রাখার বিধানও আছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, কমপক্ষে তিন মাস বন্দী থাকতে হবে ফারুক আব্দুল্লাহকে। এর আগে বেশ কয়েক মাস ধরে শ্রীনগরে গৃহবন্দী ছিলেন তিনি। ভারত সরকার কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর ফারুক আবদুল্লাহ ছেলে ও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকেও আটক করা হয়।

এই প্রথম ভারতে কোনো রাজনীতিবিদকে পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় আটক করা হলো। ফারুক আবদুল্লাহর বাবা শেখ আবদুল্লাহ ১৯৭৮ সালে কাঠ চোরাচালান বন্ধে এই আইনের প্রবর্তন করেছিলেন।

ফারুক আবদুল্লাহ তিন মেয়াদে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮০ সালের নির্বাচনের জম্মু-কাশ্মীর থেকে প্রথমবারের মতো লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *