fbpx
হোম অন্যান্য চালু হলো সিরাজগঞ্জের টেলি মেডিসিন সেবা
চালু হলো সিরাজগঞ্জের টেলি মেডিসিন সেবা

চালু হলো সিরাজগঞ্জের টেলি মেডিসিন সেবা

0

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (BAPS) এর আয়োজনে এবং বাংলাদেশ পৌর চিকিৎসক সমিতির তত্বাবধানে বিনামূল্যে টেলি মেডিসিন সার্ভিস চালু করা হয়েছে।

দেশের বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউনে ঘরবন্দী জনসাধারণকে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে এমন সেবামূলক কাজে এগিয়ে এসেছেন বাংলাদেশের বিভিন্ন পৌরসভায় কর্মরত কয়েকজন মানবিক চিকিৎসক।

বাংলাদেশের যে কোন নাগরিক জরুরি স্বাস্থ্য সেবার জন্য হটলাইন নম্বরসমূহে ফোন দিলেই পেয়ে যাবেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। শুক্রবার ব্যতিত সপ্তাহের ৬ দিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে এই সেবা। আপাতত ৯ জন চিকিৎসক এই সেবার সাথে যুক্ত রয়েছেন।

তারা হলেন- ১. ডা. মোঃ আব্দুস সামাদ ফকির, এমবিবিএস, ডিসিএইচ (শিশু), শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১১১৩৪৬৭৪, খাগড়াছড়ি পৌরসভা।

২. ডা. ওয়ালিউল ইসলাম খান, এমবিবিএস, শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১১৯৮০৭৫৩, চাপাই নবাবগঞ্জ পৌরসভা।

৩. ডা. মোঃ লিয়াকত আলী, এমবিবিএস, এমডি (শিশু), শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১৫২০৫৩৮৩, শাহজাদপুর পৌরসভা (সিরাজগঞ্জ)।

৪. ডা. মোঃ আল ইমরান, এমবিবিএস, এফসিজিপি (ফ্যামিলী মেডিসিন), সি-কার্ড (হৃদরোগ), হটলাইন-০১৮২৫০৩০২৭৪, লাকসাম পৌরসভা (কুমিল্লা)।

৫. ডা. হরসিত বিশ্বাস, এমবিবিএস, হটলাইন-০১৭১২৫৩৫৭০৯, মাদারীপুর পৌরসভা।

৬. ডা. শেখ মোস্তফা আলী, এমবিবিএস, ডি-অর্থো (হাড় জোড়া, বাথ ব্যাথা), হটলাইন-০১৮৭৩৯৮৬৯৪৭, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

৭. ডা. এস এম একরামুল নাহিদ, এমবিবিএস, সিসিডি, ডিএমইউ (ডায়াবেটিস), হটলাইন-০১৭১১৯৩৪০৮৭, পাটুয়াখালী পৌরসভা।

৮. ডাঃ এ,কে,এম, ফরহাদ হোসাইন, এমবিবিএস, এমপিএইচ, সিসিডি(বারডেম), হটলাইন-০১৩০৩০৫৭৫৭৮, সিরাজগঞ্জ পৌরসভা।

৯. ডা. আয়শা সিদ্দীকা বন্যা, এমবিবিএস, এমপিএইচ, ডিএমইউ, পিজিটি (গাইনী), হটলাইন-০১৭১১০১৭৫৩৭, সাভার পৌরসভা (ঢাকা)।

সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম, ফরহাদ হোসাইন জানান, করোনা পরিস্থিতির এই দুর্যোগ মোকাবেলায় সকলের ঘরে থাকার বিকল্প নেই। ঘরে থাকা মানুষকে জরুরি চিকিৎসা সেবা দেয়ার ব্রত নিয়েই আমাদের এই উদ্যোগ। পর্যাক্রমে আরো কিছু ডাক্তার এ কাজের সঙ্গে যুক্ত হবেন বলেও তিনি উল্লেখ করেন।

শাহজাদপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. মোঃ লিয়াকত আলী, সার্ভিস গ্রহনেচ্ছুক সকলকে নির্ধারিত সময়ের মধ্যে হটলাইন নম্বরে ফোন দিয়ে শুধুমাত্র সমস্যার বিষয়ে সংক্ষিপ্ত করে কথা বলে অন্যদেরকে সেবা গ্রহনের সুযোগ করে দেয়ার জন্য আহ্বান জানান।

Like
Like Love Haha Wow Sad Angry
8

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *