fbpx
হোম ক্রীড়া মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ; ডাক্তারের জন্য সুরক্ষা কক্ষ
মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ; ডাক্তারের জন্য সুরক্ষা কক্ষ

মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ; ডাক্তারের জন্য সুরক্ষা কক্ষ

0

মাশরাফি বিন মুর্ত্তজা। বাংলাদেশের কোটি কোটি মানুষের আশার প্রদীপ। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে যার দুর্দান্ত পারফর্মেন্সে মুগ্ধ গোটা জাতি। বিশ্ব ক্রিকেট অঙ্গনেও যার খ্যাতি অসামান্য। সবশেষ জনগণের সেবার নিমিত্তে এখন রাজনীতিতে  তিনি।

করোনা ভাইরাসে প্রতিদিনই আসছে নতুন নতুন আক্রান্ত ও মৃতের খবর। বাংলাদেশেও এর ব্যতীক্রম নয়। সময় যত গড়াচ্ছে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আশার কথা হলো ভাইরাসটি এদেশে প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই প্রতিরোধে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা।

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক এমপি নির্বাচিত হয়ে একের পর এক কার্যক্রমে নড়াইলবাসীকে মুগ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার নিজ অর্থায়নে নড়াইল সদর হাসপাতালে ‘ডক্টরস সেফটি চেম্বার’ বানিয়ে দিয়েছেন তিনি।

অর্থাৎ এই চেম্বারে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্তদের দেখা হবে। এরপর যদি মনে হয় তারা করোনায় আক্রান্ত তাহলে পাঠিয়ে দেওয়া হবে করোনা ইউনিটে। নতুবা সেখান থেকেই তারা চিকিৎসা নিয়ে ফিরবেন। মূলত হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তার জন্যই চেম্বারটি স্থাপন করা হয়েছে।

সরকারি তহবিলের পাশাপাশি ক্রান্তিকালে নিজ উদ্যোগেও (নড়াইল ফাউন্ডেশন) আর্তের পাশে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার নড়াইল সদর হাসপাতালে স্থাপন করলেন ‘ডক্টরস সেফটি কক্ষ।’

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সদর হাসপাতালের গেটের ভেতরে এই চেম্বার স্থাপন করা হয়। এই চেম্বারের মধ্যে বসবেন ডাক্তাররা। করোনা সন্দেহভাজন রোগীরা এই চেম্বারের বাইরে বসে চিকিৎসা সেবা নেবেন।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা। এই চেম্বারে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্তদের দেখা হবে। এরপর যদি মনে হয় তারা করোনায় আক্রান্ত তাহলে পাঠিয়ে দেওয়া হবে করোনা ইউনিটে। নতুবা সেখান থেকেই তারা চিকিৎসা নিয়ে ফিরবেন। এতে করে ডাক্তাররা করেনায় আক্রান্ত হবেন না।’

তিনি আরও বলেন, নড়াইলবাসীর কথা ভেবে ডাক্তারদের সুরক্ষা, সাধারণ ও অসহায়দের চিকিৎসা এবং খাদ্য সংকট দুর করার জন্য এর বাইরেও আরও কিছু পদক্ষেপ নিয়েছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *