fbpx
হোম আন্তর্জাতিক চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি: এরদোয়ান
চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি: এরদোয়ান

চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি: এরদোয়ান

0

ডলারের বিপরীতে কমছে তুরস্কের মুদ্রা লিরার মান। যার কারণে দেশটিতে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এমন অবস্থায় তুর্কি চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন এরদোয়ান।

জানা যায়, বেতন বৃদ্ধির ফলে চাকরিজীবীরা প্রতিমাসে ন্যূনতম ৪ হাজার ২৫০ লিরা পাবেন। যা আগে ছিল ২ হাজার ৮২৬ লিরা।

বেতন বৃদ্ধির ঘোষণায় এরদোয়ান বলেন, গত ৫০ বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্যমূলের যে দাম বেড়েছে, চাকরিজীবীরা এখন মানিয়ে সক্ষম হবেন।

উল্লেখ্য, তুর্কী মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে ৪৭ শতাংশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *