fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে বুদ্ধিজীবী দিবসে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা
চট্টগ্রামে বুদ্ধিজীবী দিবসে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা

চট্টগ্রামে বুদ্ধিজীবী দিবসে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা

0

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে `বিজয়ের ৪৮ বছরে আমাদের সফলতা-ব্যর্থতা ও ছাত্রসমাজের করনীয়‌`শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুপুর দুই ঘটিকায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে।

নাছির উদ্দীনের সভাপতিত্বে ও রাকিব দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফারুক হাসান, এপি এম সুহেল, আকরাম খান ও জসিম উদ্দিন ।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক এরশাদুল ইসলাম,আমির জুয়েল ও আরিফুল হক তায়েফ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাইদুল ইসলাম বলেন চরম এই সংকট মুহুর্তে ছাত্র অধিকার পরিষদ পরিষদ প্লাটফর্ম তৈরী এক যুগান্তকারী পদক্ষেপ। এই ধরা অব্যাহত রাখতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে ও গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

বিশেষ অতিথি ফারুক হাসান বলেন ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন হলেও আমরা প্রকৃত স্বাধীনতা আজো পাইনি। যদি এই প্রকৃত স্বাধীনতা পেতে হয় তাহলে এই ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
9

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *