fbpx
হোম আন্তর্জাতিক গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি আহত
গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি আহত

গাড়ি দুর্ঘটনায় জেলেনস্কি আহত

0

গাড়ি দুর্ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় অবশ্য তিনি তেমন ‘গুরুতর আঘাত’ পাননি। খবর সিএনএনের।

প্রেসিডেন্টের প্রেস সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, নিরাপত্তা প্রহরীর গাড়ির সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জেলেনস্কির গাড়ি চালকও আহত হয়েছেন। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জেলেনস্কিকে এক চিকিৎসক দেখেছেন; তিনি গুরুতর কোনো চোট পাননি। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনের পুনরুদ্ধার করা অঞ্চল খারকিভ অঞ্চলের ইজিয়াম শহর পরিদর্শনে যান প্রেসিডেন্ট।

দুর্ঘটনার বিষয়ে এদিন রাতেও নিজ কার্যালয় থেকে ভিডিওবার্তা দেন জেলেনস্কি। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই গভীর রাতে ভিডিও ভাষণ প্রকাশ করে থাকেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী। এরপর ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে পাল্টা প্রতিরোধ আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের দাবি, পাল্টা হামলার মুখে রুশ সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া আক্রমণে উত্তর-পূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়াজালকে ভেঙে ফেলেছে তারা।

আল জাজিরার এক প্রতিবেদন মতে, ইউক্রেনের সপ্তাহব্যাপী পাল্টা হামলার মুখে গত রোববার (১১ সেপ্টেম্বর) খারকিভের ইজিয়াম শহরটি দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।

ইজিয়ামকে দোনবাস অভিযানের রসদঘাঁটি হিসেবে ব্যবহার করত রুশ সেনাবাহিনী। শহরটির পতনকে মস্কোর জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর পুনর্দখলকে ইউক্রেনীয় সেনাদের উত্তর-পূর্বাঞ্চলে অগ্রসর হওয়ার ঘটনাকে যুদ্ধের ‘মোড় পরিবর্তন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ইউক্রেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এ জয় ইউক্রেনের উদ্দীপনা বাড়াবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *