fbpx
হোম অন্যান্য কিস্তি আদায়ে মুক্তিযোদ্ধার ওপর এনজিও মালিকের নির্যাতন
কিস্তি আদায়ে মুক্তিযোদ্ধার ওপর এনজিও মালিকের নির্যাতন

কিস্তি আদায়ে মুক্তিযোদ্ধার ওপর এনজিও মালিকের নির্যাতন

0

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল গ্রামে একটি সমিতির মাসিক কিস্তি আদায়ে ব্যর্থ হওয়ায় এক মুক্তিযোদ্ধাকে অফিসে ডেকে এনে আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ঐ এনজিওর মালিকের বিরুদ্ধে।

জানা যায়, গত বৃহস্পতিবার (০২/০৭/২০ ) বিকেলে এনজিওর মালিক মতিউর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক  ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক(৬৫) কে মুঠো ফোনে তার আমতলা ব্রাঞ্চ অফিসে আসতে বলেন। আসার পর কিস্তি প্রদানে অপারগতার কারণে অফিসে আটক করে নির্যাতন করে মতিউর রহমান। পরে রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধার ছেলে রাসেল কে ফোন করে মতিউর রহমান, এবং বলেন টাকা দিয়ে যেনো তার বাবাকে ছাড়িয়ে নিয়ে যায়।

পরে রাসেল উপায়ন্তর না পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে এবং সেখান থেকে এনজিওর মালিক মতিউর রহমানকে (৪০) গ্রেফতার করে ধামরাই থানায় নিয়ে যায়। জানা যায়, আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গণকবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে মতিউর রহমানের সেচ্ছাসেবী সংস্থা পল্লী মঙ্গল স্বনির্ভর নামে একটি এনজিও রয়েছে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে, যাহার নং-০২। মতিউর রহমান বর্তমানে জেলহাজতে রয়েছে। এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, আমি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি, বর্তমানে করোনা ভাইরাসের কারণে দিতে পারিনি তাই কালকে মতিউর আমাকে ফোনে করে ডেকে নিয়ে আসে আমি আসলে আমাকে আটকে রেখে বেদম মারধর করে। আমি সরকারের কাছে সুষ্ঠ বিচার দাবি করছি।

এ বেপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবুল খায়ের বলেন, মুক্তিযোদ্ধাকে উদ্ধার করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধার সাথে এমন আচরণ করা ঠিক হয় নি। ঘটনার সাথে জড়িত এনজিওর মালিক মতিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় মামলাও হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *