fbpx
হোম অন্যান্য ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি দিল চট্টগ্রাম পলিটেকনিক
ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি দিল চট্টগ্রাম পলিটেকনিক

ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি দিল চট্টগ্রাম পলিটেকনিক

0

নতুন ভর্তি নীতিমালা প্রত্যাহারসহ ৪ দফা দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব পলিটেকনিক শিক্ষার্থীরা।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত প্রায় চারমাস ধরে ক্লাস-পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনেকের শিক্ষা জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।

এ সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের জন্য নতুন প্রকাশিত ভর্তি নীতিমালা আত্মঘাতী বলে দাবি করছেন পলিটেকনিক ইন্সটিউটের সাধারণ শিক্ষার্থীরা। নতুন ভর্তি নীতিমালার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সরব রয়েছেন।

তাদের দাবি ‘করোনা সংকটের এই মুহূর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভর্তি নীতিমালা প্রকাশ একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তুলে ধরে এই সিদ্ধান্তকে প্রত্যাখান করছেন। এবং তারা ৪টি দাবি পেশ করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।

দাবিগুলো হলঃ ১. বর্তমান কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ২. নতুন বয়স ভিত্তিক শিক্ষা কার্যক্রম অবিলম্বে দ্রুত বাতিল করতে হবে। ৩.পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীকে বাছাই করে মেধা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। ৪. ডুয়েট এর মত সারাদেশে তিনটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে।

এছাড়া প্রকাশিত নতুন নীতিমালাকে অবিলম্বে প্রত্যাহার না করলে আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, এই নীতিমালা বাতিল করা না হলে বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে এবং দাবি মানতে বাধ্য করা হবে।

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থী মোঃ হাছান ইমাম জানান, এটা আমাদের জন্য খুবই কটূক্তিমূলক ব্যাপার। হঠাৎ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালা পরিবর্তনকে আমরা চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা সহমত জ্ঞাপন করতে পারছি না। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনার এই সিদ্ধান্তকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানতে পারছেন না।

এই সিদ্ধান্ত বাতিলের জন্য ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) শিক্ষা মন্ত্রী বরাবর একটি আবেদন করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ভর্তি কমিটির সুপারিশ এবং অংশীজনদের মতামত সম্পূর্ন আগ্রাহ্য করে টিএমইডি কর্তৃক সরকারি পলিটেকনিক এর ২০২০-২০২১ শিক্ষা বর্ষের ভর্তি নীতিমালা আত্মঘাতি সিদ্ধান্তের পরিবর্তে ভর্তি কমিটির সুপারিশ অনুযায়ী ভর্তি নীতিমালা প্রণয়ন ও ভর্তি কার্যক্রম শুরু করার আহ্বান জানায়।

Like
Like Love Haha Wow Sad Angry
671

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *