fbpx
হোম অন্যান্য কিশোরগঞ্জেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
কিশোরগঞ্জেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

কিশোরগঞ্জেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

0

কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫জন কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছে । এ নিয়ে জেলায় চার চিকিৎসকসহ মোট ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চেঞ্জ টিভি.প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে পাঁচজনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

পাঁচজনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজন, তাড়াইল উপজেলার দুইজন ও কুলিয়ারচর উপজেলার একজন রয়েছেন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, মঙ্গলবার পর্যন্ত মোট ২২৮ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ২৩ জনের করোনা পজেটিভ এবং বাকি ২০৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। উপজেলাওয়ারী করিমগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, ভৈরব উপজেলায় ৩ জন, ইটনা উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ২ জন, হোসেনপুর উপজেলার একজন, নতুন করে তাড়াইল উপজেলায় ২ জন এবং কুলিয়ারচর উপজেলায় এক জন করোনা শনাক্ত হয়েছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজনের মধ্যে একজন চৌদ্দশত ও অপরজন মহিনন্দ ইউনিয়নের বাসিন্দা। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বুধবার নতুন করে ২৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *