fbpx
হোম আন্তর্জাতিক উহানের পর এবার চীনের আর এক শহরে করোনার ভয়াবহ থাবা
উহানের পর এবার চীনের আর এক শহরে করোনার ভয়াবহ থাবা

উহানের পর এবার চীনের আর এক শহরে করোনার ভয়াবহ থাবা

0

পরিস্থিতি স্বাভাবিক না হতেই চীনের উহানের পর করোনা সংক্রমণ নিয়ে আলোচনায় চীনের শহর সুইফেনহে। সম্প্রতি, রুশ সীমান্তবর্তী এ এলাকায় শনাক্ত হয়েছে ৮৬ করোনা রোগী; যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের দাবি, তাদের সবাই বিদেশ ফেরত। বিস্তার ঠেকাতে, পুরো এলাকা লকডাউন করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে, আগের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় চীন।

করোনা ভাইরাসের বিস্তার শুরুর পর ফেব্রুয়ারিতেই চীনের সাথে সীমান্ত বন্ধ করে রাশিয়া। তখন উহান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরের সীমান্তবর্তী শহর সুইফেনহে-তে কারো সংক্রমণ হয়নি। অথচ, দু’মাস পর সীমান্তবর্তী শহরটিতে মিললো কোভিড নাইনটিনের উপস্থিতি।

চীনের ইঙ্গিত, নতুন আক্রান্তরা সম্প্রতি বিদেশ ফেরত। কিছুদিন আগেই মস্কো থেকে ভ্লাদিভস্ক হয়ে ঢোকেন চীনের ভূখণ্ডে। এই খবরে বিচলিত স্থানীয়রা। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই, তড়িঘড়ি নেয়া হয় ব্যবস্থা। প্রথম রোগী শনাক্তের পরই, ৯ এপ্রিল থেকে গোটা শহর করা হয় লকডাউন। নির্মিত হচ্ছে অত্যাধুনিক-অস্থায়ী হাসপাতাল।

সুইফেনহে’র অস্থায়ী হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ওয়াং জিয়াকুন বলেন, ১৩ তলা ভবনটির সম্পূর্ণটাই সংস্কারের করা হচ্ছে। এক থেকে তিনতলা পর্যন্ত থাকবে ডাক্তার-নার্সদের থাকার ব্যবস্থা। আর, ১১তলা পর্যন্ত রোগীদের করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে। বাকিগুলোয় থাকবে চিকিৎসা সরঞ্জাম। এছাড়া, ভূগর্ভে থাকছে ৫০ কিউবিক মিটারের একটি কাঁচের কন্টেইনার।

ভাইরাসের উৎসস্থল উহানে এখন আর নতুন সংক্রমণ নেই। তবে, বিদেশ ফেরতদের সংক্রমণ ঠেকাতে বাড়তি সতর্কতা বেইজিংয়ের। যে কারণে, মাত্র এক লাখ লোকের শহর হলেও, সুইফেনহে’র পরিস্থিতি নিয়ে ঝুঁকি নিতে চায় না চীনারা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *