fbpx
হোম আন্তর্জাতিক করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ওষুধে সুফল পাচ্ছে রোগীরা
করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ওষুধে সুফল পাচ্ছে রোগীরা

করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ওষুধে সুফল পাচ্ছে রোগীরা

0

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়েলের জন্য ‘রেমডেসিভির’ নামক একটি ওষুধ প্রয়োগের কাজ চলছে।

পরীক্ষামূলক ওষুধ প্রয়োগের নেতৃত্বদানকারী এক চিকিৎসকের বরাত দিয়ে স্টেট নিউজ জানিয়েছে, করোনায় আক্রান্তদের মধ্যে খুব জড়াল শ্বাসপ্রশ্বাস সমস্যা ও জ্বর নিয়ে যে সব রোগী ক্লিনিক্যাল ট্রায়েলে অংশ নিয়েছে তারা এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এক সপ্তাহের কম সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

এক ভিডিওর মাধ্যমে এসব তথ্য জানিয়েছে স্টেট নিউজ। ওই ভিডিওর মাধ্যমে জানানো হয়, ড. ক্যাথলীন মুল্ল্যানি নামের চিকাগো বিশ্ববিদ্যালয়ের এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওই ক্লিনিক্যাল ট্রায়েলে নেতৃত্ব দিচ্ছেন।

ড. ক্যাথলীন মুল্ল্যানি বলেছেন, সবচেয়ে ভালো খবর আমাদের বেশির ভাগ রোগী সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেটা মহৎ। তবে আমাদের কেবল দুইজন রোগীকে হারিয়েছি।

এ বিষয়ে এখনই সিএনএনকে কোন মন্তব্য দিতে চাননি ড.ক্যাথলীন। তবে বিশ্ববিদ্যালয় বলেছে, বিচারের জন্য আনুষ্ঠানিক ফলাফল প্রস্তুত হওয়ার পর মন্তব্য করবে তারা। ভয়ংকর নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসের সমস্যার জন্য কোন থ্যারাপির অনুমোদন দেওয়া হয়নি।

তবে প্রাতিষ্ঠানিক ভাবে পরীক্ষা চালানোর জন্য কয়েটি ওষুধ অনুমোদন দেওয়া হয়েছিল যার মধ্যে ‘রেমডেসিভির’ অন্যতম।

গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, ‘রেমডেসিভির’ ওষুধটি কোমিড -১৯ ভাইরাস চিকিৎসায় বেশ সম্ভাবনা জাগিয়েছে। স্টেট নিউজ জানিয়েছে, ড. ক্যাথলীন তার পরীক্ষা নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করার জন্য গত সপ্তাহে একটি ভিডিও নিয়েছিল।

বিশ্ব জুড়ে ২৪০০ গুরুতর আ’ক্রান্ত রোগীকে ১৫২ টি সাইটে পরীক্ষা করা হচ্ছে। আর মধ্যম বা পরিমিত লক্ষণের ১৬০০ রোগীকে ১৬৯টি হাসপাতালে পরীক্ষা করা হচ্ছে। গিলিয়েড বলছে, এ মাসের শেষের দিকেই সম্ভাব্য ফলাফল পাওয়া যাবে।

Like
Like Love Haha Wow Sad Angry
3

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *