fbpx
হোম অন্যান্য করোনায় আক্রান্ত মা, জন্মের পর নবজাতকেরও করোনা শনাক্ত
করোনায় আক্রান্ত মা, জন্মের পর নবজাতকেরও করোনা শনাক্ত

করোনায় আক্রান্ত মা, জন্মের পর নবজাতকেরও করোনা শনাক্ত

0

এবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এক গর্ভবতী নারী সন্তান জন্মদানের পর সেই নবজাতকেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বৃহস্পতিবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের দাবি, বাংলাদেশে এটাই সবচেয়ে কমবয়সী (৪ দিন) করোনা আক্রান্তের ঘটনা। বর্তমানে করোনা আক্রান্ত নারী ও নবজাতক শিশু হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। তারা দুজনই সুস্থ এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২ বছর বয়সী এক নারী। এর একদিন পরই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। জন্মের দুদিন পর নবজাতকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেডিকেল কলেজের ল্যাব থেকে ওই নবজাতকের করোনা পজিটিভ বলে রিপোর্ট দেওয়া হয়েছে। নবজাতকের বয়স বর্তমানে ৪ দিন। বাংলাদেশে এই শিশুটিই সবচেয়ে কমবয়সী করোনা আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *