fbpx
হোম অন্যান্য করোনার মধ্যে পায়ে হেঁটে কর্মস্থলে গার্মেন্টস কর্মীরা
করোনার মধ্যে পায়ে হেঁটে কর্মস্থলে গার্মেন্টস কর্মীরা

করোনার মধ্যে পায়ে হেঁটে কর্মস্থলে গার্মেন্টস কর্মীরা

0

ময়মনসিংহ অঞ্চল থেকে গার্মেন্টস শ্রমিকরা ছুটছেন ঢাকার দিকে। সড়কে যানবাহন না চলায় পরেছেন বিপাকে। ট্রাক, পিকআপে করে তারা যাচ্ছেন কর্মস্থলে। আগামীকাল গার্মেন্টস খোলা তাই একসাথে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুরের মানুষ ময়মনসিংহের পাটগুদাম মোড়ে আসছেন। সেখান থেকে বিভিন্ন পরিবহনে ঢাকার দিকে যাচ্ছেন।

গার্মেন্টস কর্মীরা বলছেন, আগামীকাল কর্মস্থলে উপস্থিত না হলে বেতন না পাবার শংকায় ঢাকামুখি হচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে তৈরি পোশাক কারখানাগুলোয় দেয়া ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা।

বিভিন্ন স্থান থেকে ছোট ছোট যানবাহনে করে, পায়ে হেঁটে, যে যেভাবে পারছেন কর্মস্থলে ফিরছেন। গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গতকাল সকাল থেকেই হাজার হাজার শ্রমিক সাভার, গাজীপুর ও রাজধানীতে ফিরতে শুরু করেন।

বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা গার্মেন্টস খোলা রাখার সিদ্ধান্ত মালিকদের ওপরই ছেড়ে দিয়েছেন। তারা বলছেন, কারখানা খোলা রাখা বা বন্ধের বিষয়ে সরকারের বাধ্যবাধকতা নেই। কারখানাগুলোয় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন শ্রমিক নেতারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *