fbpx
হোম আন্তর্জাতিক করোনাভাইরাস বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ আরও একটি শহর
করোনাভাইরাস বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ আরও একটি শহর

করোনাভাইরাস বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ আরও একটি শহর

0

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে অবরুদ্ধ করা হলো আরও একটি শহর। রোববার ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহর অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটি ভাইরাসের উৎসস্থল উহান থেকে প্রায় আটশ’ কিলোমিটার দূরে অবস্থিত।

চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ওয়েনঝৌতে অন্তত ৯০ লাখ মানুষের বসবাস। উহান অবরুদ্ধ হওয়ার প্রায় ১০ দিন পর এ শহরটিকেও অবরুদ্ধ ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওয়েনঝৌ শহরের ৪৬টি মহাসড়কের টোল স্টেশন বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া শহরটিতে বসবাসরত প্রতি পরিবারের একজন দুই দিনে একবার বাজারে যাওয়ার সুযোগ পাবেন। এর আগেই অবশ্য শহরটির সব সিনেমা হল, যাদুঘর বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ রয়েছে সবধরনের গণপরিবহনও।

ঝেজিয়াং প্রদেশে এখন পর্যন্ত ৬৬১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ওয়েনঝৌ শহরেই রয়েছে ২৬৫ জন। ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেইয়ের পর ঝেজিয়াংই সর্বোচ্চ সংক্রমিত প্রদেশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *