fbpx
হোম ক্রীড়া ভারতকে আফ্রিদির স্বাগত
ভারতকে আফ্রিদির স্বাগত

ভারতকে আফ্রিদির স্বাগত

0

২০২০ এশিয়া কাপ হবে পাকিস্তানে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে সেখানে খেলতে যেতে চাচ্ছে না ভারত। কিন্তু গেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাতে প্রস্তুত মেন ইন গ্রিনরা বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি।

সম্প্রতি এআরওয়াই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক পাক অধিনায়ক বলেন, ভারত যদি এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তানে আসে, তা হলে আমরা তাদের স্বাগত জানাব। আমি মনে করি, আমরা সবসময় টিম ইন্ডিয়াকে এখানে সুস্বাগত জানিয়েছি। এবারও এলে ব্যত্যয় ঘটবে না। প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধ তৈরির অন্যতম পন্থা খেলাধুলা।

ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি পাকিস্তানে এশিয়া কাপ হয়, তা হলে দেশটিতে খেলতে যাবে না তারা। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি মেন ইন ব্লুরা।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে এবারের এশিয়া কাপের আসর বসার কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ওই মাসের ২০ তারিখ টি-টোয়েন্টি ফরম্যাটে গড়ানোর কথা এ লড়াই।

এর বহু আগে বাগড়া বাধিয়ে বসেছে ভারত। তবে বাকি দেশগুলো থেকে কোনো আপত্তি পাওয়া যায়নি। এশিয়া কাপের ১৫তম আসরে অংশ নেয়ার কথা ৬ দলের।

তথ্যসূত্র:ক্রিকেট পাকিস্তান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *