fbpx
হোম আন্তর্জাতিক করোনাভাইরাস আজীবন থাকতে পারে : ব্রিটিশ বিজ্ঞানীর দাবি
করোনাভাইরাস আজীবন থাকতে পারে : ব্রিটিশ বিজ্ঞানীর দাবি

করোনাভাইরাস আজীবন থাকতে পারে : ব্রিটিশ বিজ্ঞানীর দাবি

0

ব্রিটিশ বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট জানিয়েছেন- করোনাভাইরাস কোনো না কোনো আদলে আজীবন থাকতে পারে। এমন ক্ষেত্রে নিয়মিত বিরতিতে মানুষজনের ভ্যাকসিন নেয়ার দরকার হতে পারে। বিবিসির রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৯১৮ সালে যতো জনসংখ্যা ছিল তার চেয়ে এখন বিশ্বের জনসংখ্যা অনেক বেশি। মহামারি নিয়ন্ত্রণ করতে হলে ‘গোটা বিশ্বের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। কিন্তু করোনাভাইরাস স্মল পক্সের মতো কোনো রোগ নয় যে, ভ্যাকসিন দিলেই তা চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘এটা এমন একটা ভাইরাস যা কোনো না কোনো আদলে আজীবন আমাদের সঙ্গে থেকে যাবে। আর অনেকটা নিশ্চিত করে বলা যায় যে, মানুষজনকে বার বার ভ্যাকসিন নিতে হবে। সুতরাং ফ্লুর মতোই বিশ্বের মানুষজনকে নিয়মিত বিরতিতে নিতে হবে করোনার ভ্যাকসিন।’

অথচ, তার এই মন্তব্যের একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছিলেন, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু দুই বছরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তি এই ভাইরাসটিকে তার চেয়েও কম সময়ে আটকে দিতে পারবে বলে আশা করছেন তিনি।

স্যার মার্ক সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সম্ভব। সেটা ঠেকাতে শুধুমাত্র লকডাউনের পরিবর্তে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এগোতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি ইউরোপিয়ান দেশগুলোতে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা গেছে। যেসব দেশকে মহামারি এ ভাইরাসটির নিয়ন্ত্রণে সফল বলে মনে করা হচ্ছিল, সেসব দেশেও নতুন করে সংক্রমণ বাড়ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *