fbpx
হোম আন্তর্জাতিক তালেবানের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা
তালেবানের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা

তালেবানের ওপর পাকিস্তানের নিষেধাজ্ঞা

0

অর্থনৈতিক কালোতালিকা এড়াতে তালেবানদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এ নিষেধাজ্ঞায় আফগান বিদ্রোহীদের পক্ষে প্রধান সমঝোতাকারী মুল্লাহ আব্দুল ঘানি বারাদারসহ হাক্কানি পরিবারের বেশ কয়েকজন সদস্যের নাম রয়েছে। তালিকায় রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান ও তালেবানের উপ-প্রধান সিরাজুদ্দিনের নামও। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) কালোতালিকা এড়ানোর প্রচেষ্টা হিসেবে তালেবানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।

গত শুক্রবার (২১ আগস্ট) দিনের শেষভাগে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের মনোনীত ব্যক্তি ও সত্তাদের তথ্য অনুযায়ী গত ১৮ আগস্ট তালেবানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গণমাধ্যমে যেভাবে বলা হচ্ছে ‘নতুন নিষেধাজ্ঞা’ দেয়া হয়েছে, বিষয়টি তেমন নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দু’বারের প্রস্তাব অনুসারে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকা তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিশ্বব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপের গতিবিধি পর্যবেক্ষণ করে এফএটিএফ। গত বছর পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল প্যারিস-ভিত্তিক সংস্থাটি। বর্তমানে শুধু ইরান ও উত্তর কোরিয়াই তাদের কালোতালিকায় রয়েছে। পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকা থেকে বের হওয়ার যথাসম্ভব চেষ্টা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

 

সূত্র: আল জাজিরা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *