fbpx
হোম জাতীয় ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবেনা : ধানমন্ত্রী শেখ হাসিনা
ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবেনা : ধানমন্ত্রী শেখ হাসিনা

ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি হবেনা : ধানমন্ত্রী শেখ হাসিনা

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান-ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে আগ থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটতে পারে। প্রধানমন্ত্রী বলেন, যদি কোন অনিয়ম থেকে থাকে আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি দুর্নীতিবাজদের শাস্তি দিতে চাই, আমার ঘর থেকেই তা আগে শুরু করতে হবে। নিজের দলের লোকদের আগে ধরছি। চলমান এই অভিযান অব্যাহত রাখা হবে। প্রধানমন্ত্রী রবিবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্বাগত বক্তব্য দেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এহসানুল করিম, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহী মিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এক শ্রেণীর লোক দুর্নীতির মাধ্যমে ধনী হচ্ছে। এই অর্থ চটের বস্তাতেও লুকিয়ে রাখা হচ্ছে এবং ওয়ান-ইলেভেনের পট পরিবর্তনের পর আমরা এটা দেখেছি। তিনি বলেন, হঠাৎ করে যে সম্পদ আসে তা দেখানো কিছু লোকের স্বভাব। সমাজের এই অংশটিকে আমাদের আঘাত করতে হবে। জনগণের জন্যই তাঁর রাজনীতি এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় জনগণের মঙ্গলের কথাই চিন্তা করি।

তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুপ্রভাব ভাব যাতে দল বা সমাজে না পড়ে, আমার দল ও সমাজের ওপর ক্ষতিকারক কোন প্রভাব পড়ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, অনেকে অখুশি। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। সবার জীবনমান উন্নত হোক, এটা আমি চাই। কিন্তু অবৈধ পথে কাউকে সম্পদশালী হতে দেয়া যাবে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *