fbpx
হোম অন্যান্য ‘এখন কি করতাম, বাব-মা’ত আইলোনা’

‘এখন কি করতাম, বাব-মা’ত আইলোনা’

0

পিতা-মাতা নিজ সন্তানকে লালন-পালন করে যখন মানুষের মত মানুষ করেন তখন সেই সন্তানই পিতা-মাতার শেষ বয়সের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন । আর তখন বাধ্য হয়েই বৃদ্ধ বাবা-মাকে জীবনের শেষ সময়গুলো কাটাতে হয় বৃদ্ধাশ্রমে। অথচ ছেলে-মেয়ে, নাতি-নাতনীদের সাথে সময়টা বেশ আনন্দে কাটানোর কথা ছিল।

রাজধানীতে একজন মানুষ আছেন, যিনি বৃদ্ধাশ্রমে ওই সকল অসহায়, পরিবারহীন ও মৌলিক সুবিধা বঞ্চিত বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। তিনি হলেন রাজধানী মিরপুরের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার‘ এর পরিচালক মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার বাংলাদেশ সরকার থেকে নিবন্ধিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার, ২০১৪ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করেন।

সম্প্রতি চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে বৃদ্ধাশ্রমের সকল বিষয় তুলে ধরে মিল্টন সমাদ্দার বলেন, এই বৃদ্ধাশ্রমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। মাত্র একজন বৃদ্ধ বাবাকে নিয়ে যাত্রা শুরু করে আজ এই অবস্থায় দাঁড়িয়েছি। প্রথম দিকে নিজের অর্থায়নে সব করেছি। পরে কিছু মানুষ একটু একটু করে এগিয়ে এসেছে। এখন নিজের পাশাপাশি সবার সহযোগিতায় এগিয়ে চলছে এই প্রতিষ্ঠান।

মিল্টন সমাদ্দার বলেন, এখানে যারা আসেন বেশিরভাগই অসহায়, অবহেলিত কিংবা কঠিন সব রোগে আক্রান্ত হয়ে সন্তানদের নিষ্ঠুর আচরণের শিকার ও রাস্তায় পড়ে থাকা বয়স্করা।

এছাড়াও বৃদ্ধাশ্রমের নিজস্ব ভবন, কবরস্থান প্রয়োজনের কথাও জানান মিল্টন সমাদ্দার। তিনি সরকারের কাছে নয় বরং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।

বৃদ্ধাশ্রমের সবাই মিল্টন সমাদ্দারকে সন্তানের মত জানেন আর তাদেরকে তিনি জানেন বাবা-মায়ের মত। শুধু বৃদ্ধ-বৃদ্ধারাই নন, নতুন করে ঠাঁই পেতে শুরু করেছে অবহেলিত শিশু, বোবা কিংবা প্রতিবন্ধীরাও ।

এখন কি করতাম, বাব-মা’ত আইলোনা‘ বৃদ্ধাশ্রমে আশ্রয় পাওয়া ছোট্র শিশুর সাথে কথা বলতে গিয়ে এই কঠিন বাক্যই শোনা যায় তার মুখে। শুধু সে নয়, এখানে ঠাঁই পাওয়া অন্যান্য বয়স্ক ও শিশুদের একেকজনের জীবনের গল্প বড়ই বেদনাদায়ক ও হৃদয়স্পর্শী। সেগুলো নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে চেঞ্জ টিভির ইউটিউবে। প্রতিবেদনটির ভিডিওচিত্র দেখুন। লিংক…

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *