fbpx
হোম অন্যান্য দুর্যোগের ঝুঁকি কমাতে এ্যাকশনএইডের অর্থ সহায়তা
দুর্যোগের ঝুঁকি কমাতে এ্যাকশনএইডের অর্থ সহায়তা

দুর্যোগের ঝুঁকি কমাতে এ্যাকশনএইডের অর্থ সহায়তা

0

দুর্যোগ মোকাবেলায় কক্সবাজারের টেকনাফের ৪ টি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন তহবিলে অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এ্যাকশনএইড বাংলাদেশ।

আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ্যাকশনএইডের পক্ষে টেকনাফের ৪ টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও মো: সাইফুল ইসলাম। এসময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির সদস্য, স্থাণীয় গণ্যমান্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপির অর্থায়নে ‘দুর্যোগ ব্যবস্থাপণা’ (ডিআরআর) শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সহায়তা হিসেবে হোয়্যাইকং, হ্নীলা, বাহারছড়া এবং টেকনাফ সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির আপদকালীন তহবিলে ৪ লাখ ২১ হাজার ১২৫ টাকা করে সহায়তা দেয়া হয়। এর আগে ২৮ নভেম্বর উখিয়া উপজেলার রাজাপালং, রত্নাপালং ও পালংখালী ইউনিয়নেও এই অর্থ সহায়তা দেয়া হয়। সব মিলিয়ে ৭ ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির আপদকালীন তহবিলে ২৯ লাখ ৪৭ হাজার ৮৭৫ টাকার সহায়তা দিয়েছে এ্যাকশনএইড।

দুর্যোগে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে এ্যাকশনএইডের নেয়া এই উদ্যোগের প্রশংসা করে তহবিলের অর্থ ব্যায়ে কমিটির সদস্যের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

সহায়তার চেক হাতে পেয়ে হোয়্যাইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাক্ষ নূর আহমদ বলেন, আপদকালীন তহবিলে টাকা না থাকায় দুর্যোগের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। অর্থ সহয়তা পাওয়ায় এখন থেকে তাৎক্ষণিকভাবে দুর্যোগ মোকাবেলা সহজ হবে। এছাড়া, হ্নীলা, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *