fbpx
হোম আন্তর্জাতিক ইরানে শক্তিশালী ভূমিকম্প
ইরানে শক্তিশালী ভূমিকম্প

ইরানে শক্তিশালী ভূমিকম্প

0

ইরানের উত্তর-পশ্চিমঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচশতাধিক লোক আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার (৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর তিনটা ৩০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার। এতে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন।

জাতীয় জরুরি পরিসেবার মুখপাত্র মোজতবা খালেদী রাষ্ট্রীয় সম্প্রচারককে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের সঙ্গে অবস্থিত সালমাস ও খোয়া শহরের কাছের কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হয়েছে।

আজারবাইজানের গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পশ্চিম আজারবাইজান প্রদেশে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে আঘাত করা ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্প এবং এর আফটারশকের ফলে আজারবাইজানের ১২টি গ্রামে প্রায় ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *