fbpx
হোম আন্তর্জাতিক ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা
ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা

0

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বৃহস্পতিবার রাতে তিনটি রকেট আঘাত হেনেছে।

দূতাবাসটি বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত।

মার্কিন সেনা রয়েছে এমন সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার জন্য ইরানপন্থী সশস্ত্র গ্রুপকে দায়ী করার একদিন পর এসব রকেট হামলা চালানো হয়।

এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, দূতাবাসের সি-আরএএম প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর কার্যকর ছিল।

এদিকে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে, রকেটগুলো মার্কিন দূতাবাসের একবারে কাছে আঘাত হানে।

এর আগের দিন আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ১৪টি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই সেনা সদস্য হালকা আহত হন বলে জানানো হয়েছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিজেদের চার যোদ্ধা নিহতের ঘটনায় ইরান সমর্থিত মিলিশিয়ারা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।

আইএস-বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আগেও তাদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতো। তবে সম্প্রতি তা ৫০গুণ বেড়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *