fbpx
হোম আন্তর্জাতিক আফগানিস্তানে সামরিক মিশন শেষ:বাইডেন
আফগানিস্তানে সামরিক মিশন শেষ:বাইডেন

আফগানিস্তানে সামরিক মিশন শেষ:বাইডেন

0

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আফগানিস্তানে তার দেশের সামরিক মিশনের অবসান হয়েছে বলে জানিয়েছেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন জনগণের উদ্দেশে হোয়াইট হাউসে বক্তব্য দেন বাইডেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনী তার লক্ষ্য অর্জন করেছে। আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। আল-কায়েদাকে দুর্বল করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আরও হামলা চালানোর বিষয়টি প্রতিহত করা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আল-কায়েদা। সেই হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বছর আগে আফগানিস্তানে সামরিক অভিযানে যায়। এই যুদ্ধে এখন সফলতা দেখছে যুক্তরাষ্ট্র। তাই আফগান যুদ্ধের সমাপ্তি টানছে দেশটি। এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমরা আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাচ্ছি।’

বাইডেন আফগান যুদ্ধকে আর দীর্ঘায়িত না করার আগে থেকেই অনড়। বাইডেন বলেন, ‘আমি আমেরিকার আরেকটি প্রজন্মকে আফগানিস্তানে যুদ্ধের জন্য পাঠাব না।’ তিনি বলেন, ২০ বছর আগে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট মার্কিন নীতি এখন আর আঁকড়ে ধরে থাকতে পারে না যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য যেসব হুমকি রয়েছে, সেগুলো এখন মোকাবিলা করতে হবে। বাইডেন বলেন, আফগানিস্তানে জাতি গঠন করতে যায়নি যুক্তরাষ্ট্র। আফগান জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।

গত এপ্রিলের মাঝামাঝি আফগান যুদ্ধ অবসানের জন্য বাইডেন প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে আসবে। তার মধ্য দিয়ে দুই দশকের আফগান যুদ্ধের অবসান ঘটবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে জানিয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।

এদিকে, আফগানিস্তানে ব্রিটেনের সামরিক অভিযানের অবসান ঘটেছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ৯/১১-পরবর্তী সময়ে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ নামে ২০ বছরের আগ্রাসন শেষে আফগানিস্তান থেকে গোপনে ব্রিটিশ সৈন্যদের প্রস্থানের পরে এই ঘোষণা দিলেন তিনি। এই যুদ্ধে ৪৫৭ ব্রিটিশ সেনা নিহত হয়েছে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিশ্চিত করেছেন যে, বিদ্রোহী তালেবানরা বিভিন্ন অঞ্চলে জয় লাভ করলেও যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বাহিনী প্রত্যাহার সম্পন্ন হবে।

হাউস অব কমন্সে বক্তব্য রেখে জনসন বলেন, ‘আফগানিস্তানে ন্যাটোর মিশনে নিযুক্ত সমস্ত ব্রিটিশ সেনা এখন দেশে ফিরছে’। সুরক্ষার কারণে তাদের প্রস্থানের সঠিক সময়সূচি প্রকাশ না করলেও প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি যে, আমাদের বেশিরভাগ কর্মী ইতোমধ্যে দেশে চলে এসেছেন’। সূত্র : এএফপি, দ্য গার্ডিয়ান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *