fbpx
হোম অন্যান্য আজ যাত্রাবাড়ী মীরাজীবাগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল ভিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র
আজ যাত্রাবাড়ী মীরাজীবাগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল ভিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র

আজ যাত্রাবাড়ী মীরাজীবাগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল ভিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্র

0

আজ ১২ জানুয়ারী, বুধবার বেলা ২ টা ৩০ মিনিটে  গণস্বাস্থ্য অফিসের সামনে মীর হাজীরবাগ আবু হাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রোড গণস্বাস্থ্য  অফিসের সামনে যাত্রাবাড়ী থানায় ৬ শত পরিবারের মাঝে  শীত কম্বল বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন  ও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, যাত্রাবাড়ী এলাকায় ত্রান বিতরণ সমন্বয়ক সমাজসেবক মোজাম্মেল হক মাষ্টার, ভাসানী অনুসারী পরিষদের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক জাহিদ- এ- রেজা, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক সানাউল্লাহ, ভাসানী অনুসারী পরিষদের ধর্ম সম্পাদক মনি ভূঁইয়া প্রমূখ রিকসা ও ভ্যান চালক এবং ‌অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণে সহযোগিতা করছেন ভাসানী অনুসারী পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।

কম্বল বিতরনের সময়  ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘স্বাধীনতার পর গণস্বাস্থ্য প্রতিষ্ঠিত হওয়া থেকে এ পর্যন্ত হতদরিদ্র মানুষকে কম টাকায় স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি অসহায় মানুষের
মাঝেও যেকোন দুর্যোগ ও মহামারীর সময় ত্রান সাহায্য অতুলনীয় অবদান রেখে যাচ্ছে। শীতার্তদের মাঝে শীতবস্র কম্বল বিতরনে ভাসানী অনুসারী পরিষদকে মহতী দায়িত্ব দেওয়ার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানাই’।

মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা  ডা. জাফরুলআহ চৌধুলীর প্রতিষ্ঠিত গনস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অহায় মানুষের সাহায্য ও চিকিৎিসা দেওয়ার মত মহৎ কাজ করে যাচ্ছে। সহযোগিতা করা আর মানুয়ষর  পাশে দাড়ানোর জন্য গণস্বাস্থ্য বাংলাদেশের মানুষের মনে বিরল স্থান করে নিয়েছে। গণস্বাস্থ্য সেবার কাজে সহগোতিা করতে পেরে আমরা মুক্তিযুদ্ধারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি’।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘এবছর গণস্বাস্থ্য কেন্দ্র তার নিজস্ব সীমিত অর্থ দিয়ে ৫০০০ কম্বল বিতরণ শুরু করেছেন এখন শেষ পর্যায়ে। আজ যাত্রবাড়ী মীর হাজীরবাগ এলাকায় প্রায় ৬ শত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়্। ইতিমধ্যে বিতরণকৃত অঞ্চল গুলোর মধ্যে রয়েছে ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা, খুলনা, রংপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, শেরপুর সদর ও নালিতাবাড়ী
(সোহাগপুর বিধবা পল্লী),নোয়াখালী ও সাতক্ষীরা’।

Like
Like Love Haha Wow Sad Angry
7

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *