fbpx
হোম অনুসন্ধান অবহেলিত ঢাকা গেট!

অবহেলিত ঢাকা গেট!

0

মোগল আমলের ঢাকা গেট। যার পূর্ব নাম মীর জুমলার গেট। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবাদার ছিলেন মীর জুমলা। তিনি ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে তৎকালীন ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করতে নির্মাণ করেছিলেন ঢাকা গেট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর পেরিয়ে টিএসসির দিকে যেতে তিন নেতার মাজারের পাশে এই গেট। হলুদ রঙের  গেটটি তিন অংশে বিভক্ত। এক অংশ রয়েছে বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে, মাঝের অংশ সড়ক বিভাজকের ওপর এবং অপর অংশটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তিন নেতার মাজারের পাশে।

বাংলাদেশের রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করছে শতাব্দী প্রাচীন এই গেট। কিন্তু দীর্ঘ দিন ধরে অবহেলা আর সংস্কার না করার ফলে কালের সাক্ষী গেটটি আজ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঢাকার প্রাণকেন্দ্রে ঐতিহাসিক এই স্থাপনা কী করে এতটা অবহেলিত, সে প্রশ্ন বিজ্ঞজনদের। মেগাসিটি ঢাকায় বসবাসরত অধিকাংশ মানুষ এই ঐতিহ্যবাহী স্থাপনা সম্পর্কে কিছুই জানে না!

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *