fbpx
হোম জাতীয় ৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ বন্যামুক্ত হবে
৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ বন্যামুক্ত হবে

৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ বন্যামুক্ত হবে

0

এই পরিস্থিতির শুরুটা হয় জুনের শেষ দিকে। এরপর জুলাই কেটে গেল, আগস্টের প্রথম সপ্তাহ চলছে। পুরোটা সময় দেশ বন্যার কবলে। এ অবস্থা থেকে পুরোপুরি নিস্তার পেতে আরও ৭ থেকে ১০ দিন লাগতে পারে।

সোমবার (৩ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘২৯, ৩০, ৩১ জুলাই বৃষ্টির একটা ধাপ গেছে। এ বৃষ্টি হওয়াতে পানি স্থিতিশীল ছিল। এখন সামনে বৃষ্টি নেই। এখন পানি কমা শুরু করবে। ক্রমান্বয়ে বন্যার এখন উন্নতি হবে। তিনি বলেছেন, এখন প্রতিদিন ১০ থেকে ১৫ সেন্টিমিটার করে পানি নামা শুরু করবে। তাতে এই প্রথম সপ্তাহ পুরোটা লাগবে বন্যা কমতে। আশা করছি, ৭ থেকে ১০ দিনের মধ্যে দেশ পুরোপুরি বন্যা মুক্ত হবে। তবে তার আগেও হয়ে যাতে পারে।’

অন্যদিকে ১ আগস্ট এক পূর্বাভাসে আগামী ১০ দিনের (১০ আগস্ট পর্যন্ত) বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ৭ আগস্টের মধ্যে কমতে পারে। আগামী ৭ দিনে কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকূল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে আগামী ৭ দিন পানি ক্রমান্বয়ে কমতে পারে। যার ফলে আগামী ৭ দিনে এসব জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *